Site icon Amra Moulvibazari

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ঢাকা মহানগরের পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত ১১টার দিকে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দলের যুগ্ম সদস্যসচিব আরিফুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর প্রতিবাদে রাত সাড়ে ১২টায় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দিয়েছে দলটি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এনসিপির ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার কর্মসূচি চলছিল। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় অফিসের সামনে একটি পিকআপে করে ভ্রাম্যমাণ স্কিনে জুলাইয়ের বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হচ্ছিল। এমন সময় হুট করে বিকট শব্দ হয়। স্কিনের পর্দা ফেটে যায়। এবং গাড়ির বেশকিছু যন্ত্রাংশ ভেঙ্গে যায়। সবাই গাড়ি থেকে দূরে অবস্থান করায় তেমন হতাহতের ঘটনা ঘটেনি।

এমএইচএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version