Site icon Amra Moulvibazari

জিয়া উদ্যান লেকে গোসলে নেমে শিশুটি ফিরলো নিথর দেহে

জিয়া উদ্যান লেকে গোসলে নেমে শিশুটি ফিরলো নিথর দেহে


রাজধানীর জিয়া উদ্যান লেকে গোসলে নেমে আবু বক্কর (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সাঁতার জানতো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, নিখোঁজের প্রায় আড়াই ঘণ্টা পর ডুবুরিদল শিশুটির মরদেহের খোঁজ পায়।

শনিবার (২৮ জুন) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম সুমন জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ১০ বছর বয়সী শিশু আবু বক্কর বিকেলে জিয়া উদ্যান লেক এলাকায় খেলাধুলা করে। পরে লেকের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল শিশুকে উদ্ধারে কাজ শুরু করেন।

তিনি বলেন, কিন্তু শিশুটি কোথা থেকে ডুবে গিয়েছে কেউ বলতে পারছিল না। পরে সিদ্ধান্ত নেওয়া হয় জিয়া উদ্যানের ব্রিজ থেকে শেষ সিঁড়ি পর্যন্ত ১০ ফিট গভীরে ডুবুরিদল সার্চ করবে।

শহিদুল ইসলাম সুমন বলেন, রাত সাড়ে ৯টার দিকে শিশু আবু বক্করের মরদেহ খুঁজে পান ডুবরি মাসুদ। পুলিশের উপস্থিতিতে শিশুটির বাবা আবু তালিবের কাছে সন্তানের মরদেহ হস্তান্তর করা হয়।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version