Site icon Amra Moulvibazari

কেউ যদি পাথর ছুড়ে, তাকে ফুল ছুড়ে বুকে টেনে নেব

কেউ যদি পাথর ছুড়ে, তাকে ফুল ছুড়ে বুকে টেনে নেব


জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, কেউ যদি আমার দিকে পাথর ছুড়ে, আমি তার দিকে ফুল ছুড়ে বুকে টেনে নেব। প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকে আমার পোস্টার ছিঁড়েছেন। প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সড়ে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি, সহিংসতার রাজনীতি কখনো ভালো কিছু করেনা। আমি দেবীদ্বারে ভেসে আসি নাই, দেবীদ্বারে আমার জন্ম।’

শনিবার (২৮জুন) বিকেলে উপজেলার ইউছুফপুর আইডিয়াল স্কুল মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের আগে আমরা দেখেছি, মাহফিল থেকে হুজুরদের দাঁড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো। মাইক বন্ধ করে দেওয়া হত। আপনারা দেখেছেন এক-দেড়শত কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন। যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায়নি। ক্ষমতা চায়নি। তারা দেশের সংস্কার চেয়েছিল। ওরা চেয়েছিল দেশে বাক স্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে।’

তিনি বলেন, ‘আপনারা যেভাবে টাইমলাইন করে ভোটের দাবি জানাচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন। ঠিক সেভাবে টাইমলাইন করে সংস্কারের দাবি করুন।’

প্রকৌশলী মোহাম্মদ নোমান সরকারের সভাপতিত্বে ও মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় জাতীয় নাগরিক পার্টির প্রধান তত্ত্বাবধায়ক জামাল মোহাম্মদ কবীর, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেবীদ্বার প্রতিনিধি শামিম কাউছার প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version