টানা বৃষ্টিতে পানিবন্দি সেন্টমার্টিনের ৪ গ্রামের মানুষ

0
3


টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিনের ৪টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দ্বীপে জোয়ারের পানি ঢুকলে অথবা ভারী বৃষ্টি হলে ড্রেনের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেন্টমার্টিনের ভেতরে চলাচলের যেসব রাস্তার পাশে পানি যাওয়ার জন্য ড্রেন প্রয়োজন, সেখানে ড্রেনের ব্যবস্থা নেই। যদি অতিভারী বৃষ্টি হয় অথবা সাগরে জোয়ারের পানি বেড়েই গেলে দ্বীপে পানি ঢুকে পড়ে। পরে তা দ্রুত সরে যেতে পারে না।

তিনি আরও বলেন, এখন বর্ষার মৌসুম, টানা ভারী বৃষ্টি হচ্ছে। তাই দ্বীপের ৪টি গ্রামের মানুষের বসতঘরে পানি ঢুকে পড়েছে। পানি দ্রুত সরে না যাওয়ায় লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ভারী বৃষ্টিতে সেন্টমার্টিন দ্বীপে দ্রুত পানি সরে যেতে না পেরে ১০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আমরা তাদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করছি। ভারী বৃষ্টি হলে দ্বীপে পানি জমে যাওয়ার বিষয়টি কীভাবে সমাধান করা যায় সেটা চেষ্টা করা হবে।

জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।