Site icon Amra Moulvibazari

আটকের পর প্রথমবার সামনে এলেন সুচি!

আটকের পর প্রথমবার সামনে এলেন সুচি!

সেনা অভ্যুত্থান ও আটকের ২৮ দিন পর প্রথম দেখা গেলো মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে। সোমবার ভিডিও কনফারেন্সে নেভিদোর আদালতে শুনানিতে যুক্ত হন তিনি। এদিন তার বিরুদ্ধে আরো দুটি অভিযোগ গঠন করা হয়। সুচির পরবর্তী শুনানি ১৫ মার্চ।

এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যপক দমন অভিযানের পরও রাস্তায় বিক্ষোভ করেছে গণতন্ত্রকামীরা। ১লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের আগেই আটক হন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। তখন থেকেই গৃহবন্দি তিনি। তবে সম্প্রতি সুচি’কে তার বাড়ি থেকে অন্য কোথাও নেয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসলেও, কোথায় তা প্রকাশ হয় নি।

সোমবার প্রথম আদালতে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সুচি। আইনজীবী মিন মিং সু’ইয়ের বার্তা সংস্থা রয়টার্সকে জানান সুচি সুস্থ আছেন। এদিকে সুচির বিরুদ্ধে নতুন দুটি অভিযোগ আনা হয়েছে। একটি ঔপনিবেশিক আমলের দন্ডবিধি ধারায় অন্যটি টেলি যোগাযোগ আইনের অধীনে।

Exit mobile version