Site icon Amra Moulvibazari

ঢাবি উপাচার্যের সঙ্গে তুরস্কের অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে তুরস্কের অধ্যাপকের সাক্ষাৎ


 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের ফিরাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহমেত চাবাস।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের ফিরাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

পরে, অধ্যাপক ড. মেহমেত চাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

অধ্যাপক ড. মেহমেত চাবাস ২৫ জুন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘Nanomaterials and Optical Sensors’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

এফএআর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version