Site icon Amra Moulvibazari

ডিএমপির ৬ ডিসিকে বদলি

ডিএমপির ৬ ডিসিকে বদলি


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- এন এম নাসিরুদ্দিনকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, খন্দকার ফজলে রাব্বিকে গোয়েন্দা মতিঝিল বিভাগে, গুলশান বিভাগের ডিসি মো. তারেক মাহমুদকে ক্রাইম বিভাগে, ইন্টেলিজেন্স অ্যান্ড এনালাইসিস বিভাগের মল্লিক আহসান উদ্দীন সামীকে গুলশান বিভাগে, ক্রাইম বিভাগের মো. মনিরুল ইসলামকে ইন্টেলিজেন্স অ্যান্ড এনালাইসিস বিভাগে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে (ভারপ্রাপ্ত) গোয়েন্দা উত্তরা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

টিটি/এমএএইচ/জেআইএম

Exit mobile version