আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প

0
4


ইরানকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে- এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আগামী সপ্তাহেই আমরা আলোচনা করতে যাচ্ছি ও একটি চুক্তি স্বাক্ষর হতে পারে।

তিনি বলেন, ইরান একটি যুদ্ধে ছিল, তারা লড়াই করেছে ও এখন তারা নিজেদের জগতে ফিরে গেছে। কোনো সমঝোতা হলো কি না তা আমি কেয়ার করি না। আমরা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি।

যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিলো কি না- প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না। এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন

একই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায়, তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। আলোচনা আবার শুরু হবে কি না, তা নির্ভর করবে ইরান এতে অংশ নিতে আগ্রহী কি না, তার ওপর।

সূত্র: বিবিসি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।