Site icon Amra Moulvibazari

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোর উদ্দেশ্যে দেশ ছাড়লেন ২০৫ সেনা সদস্য

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোর উদ্দেশ্যে দেশ ছাড়লেন ২০৫ সেনা সদস্য

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ডিআর কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৫ জনের একটি দল। রাতে বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তারা।

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো যাত্রা করলো। ২১শে মার্চ ৯ এবং ২৬শে এপ্রিল ১৪ এবং ৩১শে মে বাংলাদেশ বিমানের পাঁচটি ফ্লাইটে ১০৪৪ জন শান্তিরক্ষী বাংলাদেশ থেকে ডিআর কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবে।

বাংলাদেশ থেকে জাতি সংঘের শান্তিরক্ষী হিসেবে ৬২ শান্তিরক্ষা মিশনে মোট ১ লাখ ৪১ হাজার ৬০৫ জন সেনাসদস্য দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে আইএসপিআর।

Exit mobile version