Site icon Amra Moulvibazari

মিরপুরে ৬ তলা ভবনের গ্যারেজে আগুন

মিরপুরে ৬ তলা ভবনের গ্যারেজে আগুন


রাজধানী মিরপুরের ১ নম্বারে একটি ছয়তলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

রোববার (২২জুন) ফায়ার সার্ভিসের অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

রাকিবুল হাসান বলেন, মিরপুর এক নম্বরের ঈদগাহ মাঠের পাশে ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর ফায়ার স্টেশনের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, আমরা ১১টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এখন পর্যন্ত আগুনের সুত্রপাত এবং কোনো হতাহতের বিষয়ে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

কেআর/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version