Site icon Amra Moulvibazari

ইরানের ৪ প্রদেশে নতুন করে হামলার দাবি ইসরায়েলের

ইরানের ৪ প্রদেশে নতুন করে হামলার দাবি ইসরায়েলের


ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, রোববার (২২ জুন) তাদের কয়েকটি যুদ্ধবিমান ইরানের চারটি প্রদেশে হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের ইসফাহান, বুশেহর, আহভাজ ও ইয়াজদ প্রদেশের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দাবি অনুযায়ী, ইয়াজদে হামলার লক্ষ্য ছিল খোররামশহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম, যেখানে এসব দূরপাল্লার অস্ত্র মজুত ছিল। অন্যদিকে ইসফাহান, বুশেহর ও আহভাজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কারখানা ও একটি ড্রোন গুদামে হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিবৃতিতে বলা হয়, বিভিন্ন উৎক্ষেপণ স্থানে উপস্থিত থাকা ইরানি সেনাদের গতিবিধি শনাক্ত করার পর হামলা চালানো হয়, যাতে কয়েকজন নিহত হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।

এসব দাবির সত্যতা ইরানি পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা প্রত্যাখ্যান করা হয়নি।

এর আগে, স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এসব পারমাণবিক স্থাপনা ধব্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আরও হামলার হুমকি দিয়েছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা ‌‘সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। তিনি হুমকি দিয়েছেন যে, তেহরান যদি শান্তি স্থাপন না করে তবে আরও হামলা চালানো হবে। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে। মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে।

তিনি আরও বলেন, যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা ও দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব। তবে যুক্তরাষ্ট্র যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা নিউজ।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েলে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে ও জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version