Site icon Amra Moulvibazari

ইসরায়েলজুড়ে সতর্কতা জারি

ইসরায়েলজুড়ে সতর্কতা জারি


ইসরায়েলে জনসাধারণের ওপর বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, ইরানের পাল্টা হামলার প্রতিক্রিয়ায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা করেছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে, শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে।

এদিকে এসব পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ।

দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানিয়েছে, ‘এই তিনটি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।’

সূত্র: বিবিসি ও আল জাজিরা

এমআরএম

Exit mobile version