Site icon Amra Moulvibazari

সবাইকে চমকে দিয়ে টেলিভিশনেও ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’

সবাইকে চমকে দিয়ে টেলিভিশনেও ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’


বক্স অফিসে ঝড় তোলার পর এবার ছোট পর্দায়ও ইতিহাস গড়ল আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’। নির্মাতারা জানিয়েছেন, হিন্দি ভার্সনে প্রচারিত ছবিটি ভারতীয় টেলিভিশনের অন্যতম সর্বাধিক দেখা সিনেমায় পরিণত হয়েছে। এটি জনপ্রিয় ক্রিকেট ম্যাচ এমনকি বড় বড় বিনোদনমূলক অনুষ্ঠানকেও পেছনে ফেলে দিয়েছে।

টেলিভিশন রেটিং অনুযায়ী ‘পুষ্পা ২’ হিন্দি ভার্সনে পেয়েছে ৫.১ রেটিং। যেখানে ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের গড় রেটিং ছিল ৩.৯।

এক টুইটে ছবির নির্মাতারা লেখেন, ‘বড় পর্দায় রেকর্ড ভেঙে এবার ছোট পর্দাতেও সাফল্যের রেকর্ডের ইতিহাস গড়ল #Pushpa2TheRule… টেলিভিশনে রেকর্ড সংখ্যক দর্শক পেয়ে রাজত্ব অব্যাহত রেখেছে ছবিটি।’

ছবির সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র জানায়, আল্লু অর্জুনের দারুণ অভিনয়, সিনেমার টানটান গল্প এবং দৃঢ় সংলাপই দর্শকদের আকৃষ্ট করেছে। ছবিটি শুধু সিনেমা হলে নয়, টেলিভিশন দর্শকের মনেও জায়গা করে নিয়েছে। যা প্রমাণ করে চলচ্চিত্র কনটেন্ট এখনো ‘অ্যাপয়েন্টমেন্ট ভিউয়িং’ হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছে।

সুকুমার পরিচালিত এই সিক্যুয়েলে ফের দেখা গেছে আল্লু অর্জুনকে আগের চেয়েও তীব্র ও বেপরোয়া পুষ্পরাজের চরিত্রে। তার সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সিনেমাটি আগের পর্বের কাহিনির চেয়েও বেশি উত্তেজনা দেখা গেছে সিক্যুয়েলে। এতে আছে আরও বড় পরিসরে সংঘর্ষ, আবেগ ও নাটকীয়তা।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version