Site icon Amra Moulvibazari

শব্দদূষণ রোধে ঢাকায় অভিযান-জরিমানা

শব্দদূষণ রোধে ঢাকায় অভিযান-জরিমানা


শব্দদূষণ রোধে গাইবান্ধা, গাজীপুর এবং ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিনের বিষয়ে অভিযান চালানো হয়।

রোববার (১৫ জুন) পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন রোধে পরিবেশ অধিদপ্তর এসব অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পলিথিন উৎপাদনকারী একটি কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৮ হাজার ৬১৫ কেজি পলিথিন জব্দ এবং কারখানা সিলগালা করা হয়।

এছাড়া ঢাকার পল্লবী ও আদাবরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় চারটি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী রাজবাড়ী ও ঢাকার দারুস সালাম এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনাকালে ১১ মামলার মাধ্যমে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এছাড়া কালো ধোয়া নির্গমন রোধে ঢাকার দারুস সালামে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়।

এফএইচ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version