Site icon Amra Moulvibazari

শ্রীলঙ্কা সফরেই সাদা বলের ক্রিকেটে ফিরছেন নাইম ও সোহান!

শ্রীলঙ্কা সফরেই সাদা বলের ক্রিকেটে ফিরছেন নাইম ও সোহান!


নাইম শেখ এবং নুরুল হাসান সোহানের ভক্তরা খুশি হতেই পারেন। তাদের জন্য অপেক্ষা করছে সুসংবাদ। সব কিছু ঠিক থাকলে হয়ত শ্রীলঙ্কা সফরেই আবার সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ফিরছেন এই দুই ক্রিকেটার।

২ ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ২ জুলাই শুরু বাংলাদেশ আর শ্রীলঙ্কার একদিনের সিরিজি। বাঁ-হাতি ওপেনার নাইম শেখ আর ডানহাতি ব্যাটার কাম উইকেটকিপার নুরুল হাসান সোহান হয়ত সেই সিরিজেই দলে থাকছেন।

বলার অপেক্ষা রাখে না, নাইম শেখ আর নুরুল হাসান সোহান দু’জনই ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছেন। বাঁ-হাতি নাইম শেখ গতবার বিপিএল এবং তার আগে হওয়া বিসিএল টি-টোয়েন্টি- এই ২ টুর্নামেন্টে পরপর টপ স্কোরার।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও নাইম শেখের ব্যাটে রানের ফলগুধারা বইয়ে গেছে। ৬১৮ রান করে রান তোলায় এবারো তৃতীয় স্থানটি অধিকার করেছেন বাঁ-হাতি ওপেনার নাইম শেখ। বলে রাখা ভালো, আগেরবার ঢাকা লিগে ৫৩৬ রান করে রান তোলায় সপ্তম স্থানে ছিলেন নাইম। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ দিনের ম্যাচে একটি ৮২ রানের ইনিংস আছে তার।

অন্যদিকে নুরুল হাসান সোহান ঘরোয়া ক্রিকেটে যে ফরম্যাটেই খেলেছেন, তাতেই নির্ভরতার পরিচয় দিয়েছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

মাঠের লড়াকু সৈনিক সোহানের কিপিং এবং সাহস ও আস্থাপূর্ণ ব্যাটিং সবার নজরে পড়েছে। মাঝে ‘এ‘ দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন সোহান। কিউই ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ (১০৭) ও ওয়ানডে সিরিজেও শতরানের (১১২) কৃতিত্ব দেখিয়ে সোহান জানান দিয়েছেন, তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ভাল করার সামর্থ্য রাখেন।

বিসিবির নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, সেসব পারফরমেন্সই বিশেষ বিবেচনায় আসছে এবং নাইম শেখ ও সোহানকে এবার শ্রীলঙ্কা সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে রাখার চিন্তা-ভাবনাও চলছে। তাদের শ্রীলঙ্কায় আবার লাল-সবুজ জার্সি গায়ে মাঠে ফেরা এখন শুধুই সময়ের ব্যাপার।

বলে রাখা ভালো, নাইম শেখ ও নুরুল হাসান সোহান দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। নাইম শেখ সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। আর শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২২ সালের ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে।

অন্যদিকে সোহান জাতীয় দলের বাইরে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর শেরে বাংলায় খেলার পর থেকে। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। তার আগে মাঠে থেকে সোহানের শেষ ওয়ানডে ম্যাচটি ছিল ২০২২ সালের ১৬ জুলাই; গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮ বলে ৩২ রানের হার না মানা ইনিংস খেলে।

দু’জনই টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছেন; কিন্তু সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। বাঁ-হাতি ওপেনার নাইম শেখ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৫টি। রান ৮১৫। সর্বোচ্চ ৮১। গড় ২৩.৯৭। স্ট্রাইকরেট ১০৩.৪২।

অন্যদিকে নুরুল হাসান সোহানের টি-টোয়েন্টি ম্যাচ ৪৬টি। কোনো ফিফটি নেই। সর্বোচ্চ ৪২ নট আউট। গড় ১৬.৪৮। স্ট্রাইকরেটে ১১৮.৩৫।

একইভাবে নাইম ও সোহান যথাক্রমে ৮টি ও ৭টি ওয়ানডেও খেলেছেন। নাইমের ওয়ানডে পরিসংখ্যান মোটেই ভালো না; ৮টি ওডিআইতে রান সাকুল্যে ৯৫। সর্বোচ্চ ২৮। গড় ১৩.৫৭। স্ট্রাইকরেট ৬০.৫০।

তবে সে তুলনায় সোহানের ওয়ানডে পরিসংখ্যান ভাল। ৭ ম্যাচে অংশ নিয়ে এ মিডল অর্ডার কাম উইকেটকিপার ৫ বার ব্যাট করার সুযোগ পেয়ে ১৬৫ রান করেছেন। যদিও ফিফটি নেই। সর্বোচ্চ ৪৫। গড় ৮২.৫০। স্ট্রাইকরেট ৯৪.৮২।

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version