Site icon Amra Moulvibazari

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে একঝাঁক নতুন মুখ শ্রীলঙ্কার

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে একঝাঁক নতুন মুখ শ্রীলঙ্কার


দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এরই মধ্যে শ্রীলঙ্কার গলে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিন পরই, ১৭ জুন থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের জন্য এরই মধ্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

নব ঘোষিত এই দলে নতুন মুখের ছড়াছড়ি। একেবারে প্রথমবারের মত ডাকা হয়েছে তিন ক্রিকেটারকে। এছাড়া মাত্র একটি টেস্ট খেলা ক্রিকেটার রয়েছে আরও দু’জন।

পাসিন্দু সুরিয়াবান্দারা, পাভান রত্নায়েকে এবং ইশিথা ওয়াইজেসুন্দরা- এই প্রথম শ্রীলঙ্কার টেস্ট দলে ডাক পেলেন। এছাড়া সোনাল দিনুশা ও লাহিরু উদারা এর আগে একটিমাত্র টেস্ট খেলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে লাহিরু কুমারাকে দলে রাখা হয়েছিল। তবে ইনজুরির কারণে প্রথম টেস্টের দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। তবে, গলে অনুষ্ঠিতব্য এই টেস্টে সবার নজর থাকবে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের ওপর। কারণ, এই ম্যাচ খেলেই টেস্টকে বিদায় জানাবেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাভান রত্নায়েকে, প্রাবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আশিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ইশিথা ওয়াইজেসুন্দরা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version