সাগরে ভাসমান ৮১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানোর তৎপরতা শুরু করেছে ভারত। আন্দামান সাগরে একটি নৌকায় ভাসছিলেন তারা। মারা গেছেন কমপক্ষে ৯ জন।
শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয় গেল ১১ই ফেব্রুয়ারি কক্সবাজার থেকে নৌকায় চড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন ৫৬ জন নারী, ২১ জন পুরুষ এবং ১৩ জন শিশু। নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাবার পর থেকে প্রায় সপ্তাহখানেক ধরে কোনোরকম খাবার ও পানি ছাড়াই বেঁচে ছিচলেন তারা। এখন ভুগছেন গুরুতর পানি শূন্যতায়।
এরই মধ্যে তাদের পানি, খাবার, পোশাক ও জরুরি ঔষধ সরবরাহ করেছে ভারতীয় কোস্টগার্ড। নিরাপদে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে নয়া দিল্লী।