Site icon Amra Moulvibazari

রোববার থেকে খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়

রোববার থেকে খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়


ঈদুল আজহা উপলক্ষে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি শেষ হয়েছে ১২ জুন। শুক্র ও শনিবার (১৩ ও ১৪ জুন) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে রোববার (১৫ জুন) খুলবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন থেকে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এছাড়া এদিন রাজধানী অধিকাংশ কিন্ডারগার্টেন এবং এমপিওভুক্ত নয় এমন স্বতন্ত্র কিছু স্কুল-কলেজও খুলছে। সেখানে নিয়মিত ক্লাস চালুর নোটিশ দেওয়া হয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল ৩ জুন, যা চলে বৃহস্পতিবার (১২ জুন) পর্যন্ত। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। সেজন্য ১৩ জুন (শুক্রবার) থেকেই পুনরায় কলেজ খোলার কথা ছিল।

ছুটি শেষে সাপ্তাহিক বন্ধের দিন পড়ায় ছুটির আওতা আরও দুদিন বেড়েছে। ফলে আগামীকাল থেকে সরকারি-বেসরকারি কলেজ পুরোদমে চালু হবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ও খুলছে রোববার। এদিন থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। ১ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু হয়। আর অফিস ছুটি শুরু হয় ৪ জুন থেকে। এদিন থেকে খুলছে খুলনা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ও।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলবে।

তবে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আরও দেরিতে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। ঈদের ছুটি শেষে এখন চলছে গরমের ছুটি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় খুলবে ২৪ জুন। মাধ্যমিক বিদ্যালয় খুলবে ২২ জুন, মাদরাসা ২৬ জুন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২২ জুন খুলে দেওয়া হবে।

তবে ছুটি শেষে সাপ্তাহিক বন্ধ পড়লে সেক্ষেত্রে আরও দুদিন পর প্রতিষ্ঠানগুলোতে ক্লাসসহ সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

এএএইচ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version