Site icon Amra Moulvibazari

নারায়ণগঞ্জে জামায়াতের পথসভায় বিএনপির হামলা

নারায়ণগঞ্জে জামায়াতের পথসভায় বিএনপির হামলা


নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (১৪ জুন) বিকেলে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে গহরদী এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। একপর্যায়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জামায়াতের কর্মসূচিতে বাধা দেন। এ নিয়ে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হামলার ঘটনা ঘটে। আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদ ইউসুফ শিকারী ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সাবেক আমির মোতাহার হোসেন বলেন, জামায়াতে ইসলামীর গণসংযোগ চলাকালে গহরদি বাদশার বাড়ি এলাকায় বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় অন্তত পাঁচজন আহত হন। এদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়।

আড়াইহাজারে নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, বিনা উস্কানিতে তারা এ হামলার ঘটনা ঘটিয়েছেন। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহজাহান শিকারীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। তবে হামলা কখনো কাম্য না।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version