Site icon Amra Moulvibazari

দ্বিতীয় সপ্তাহে বাড়ল হল ও শো, বিদেশেও মুক্তি পাচ্ছে ‘উৎসব’

দ্বিতীয় সপ্তাহে বাড়ল হল ও শো, বিদেশেও মুক্তি পাচ্ছে ‘উৎসব’


ঈদুল আজহার ছুটিতে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছে তানিম নূরের ‘উৎসব’ সিনেমাটি। ভায়োলেন্স, নানা রকম নেতিবাচকতায় ভরপুর অ্যাকশননির্ভর ছবিগুলোর ভিড়ে একঝলক প্রশান্তির বাতাস এনে দিয়েছে পারিবারিক গল্পের এই ছবিটি। দর্শকের আগ্রহ ও প্রশংসার পরিপ্রেক্ষিতে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো বাড়ানো হয়েছে। পাশাপাশি আরও দুটি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মুক্তির প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ‘উৎসব’ দেখা যাচ্ছিলো ৯টি শোতে। দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩টি। পাশাপাশি এবার সিনেমাটি জায়গা করে নিয়েছে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাতেও। এই দুটি সিনেপ্লেক্সেও শুক্রবার ভালো সাড়া মিলেছে দর্শকের, নিশ্চিত করলেন পরিচালক।

ভিন্নধর্মী নির্মাণ, শক্তিশালী অভিনয় আর মননশীল গল্পের কারণে ‘উৎসব’ ইতিমধ্যেই শহুরে দর্শকের মুখে মুখে ঘুরছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্দায়ও পা রাখতে যাচ্ছে এই ছবি। সবকিছু ঠিক থাকলে ২০ জুন এটি মুক্তি পাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে।

চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’ সিনেমাটি। এটি এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে তৈরি গল্প। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা তাকে নিয়ে যায় নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের স্মৃতির ভেতরে। সেই অভিজ্ঞতায় বদলে যেতে থাকে মানুষটি।

চরিত্রগুলোতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির শিল্পীরা। সেখানে জাহিদ হাসান রয়েছেন কৃপণ ব্যক্তির ভূমিকায়। তিন আত্মার চরিত্রে দেখা গেছে জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিমকে। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version