Site icon Amra Moulvibazari

বরফে পরিণত নায়াগ্রা জলপ্রপাত | Niagra Falls

বরফে পরিণত নায়াগ্রা জলপ্রপাত | Niagra Falls

বরফে পরিণত হলো নায়গ্রা জল্প্রপাত। গেলো কয়েকদিনের তীব্র ঠান্ডায় পাল্টে গেছে বিশ্বখ্যাত ঝর্ণাধারার চিরাচরিত রূপ। প্রত্যেক সেকেন্ডে ৩ হাজার ১০৭ টন স্রোত বয়ে যাওয়া ঝরণা এখন ঝমাট বাধাঁ বরফের পাহাড়। যার উপর সূর্য রশ্মি পড়ে ছড়াচ্ছে রঙধনুর ছটা। যা গোটা অঞ্চলকে পাল্টে দিয়েছে রূপকথার রাজ্যে। বিরল এই মোহ্নীয় দৃশ্যটি দেখতে যুক্তরাষ্ট্র অংশে ভিড় বাড়ছে পর্যটকদের।


আরো পড়ুনঃ

Exit mobile version