Site icon Amra Moulvibazari

আর্জেন্টিনার বিস্ময় তরুণকে দলে নিলো রিয়াল মাদ্রিদ

আর্জেন্টিনার বিস্ময় তরুণকে দলে নিলো রিয়াল মাদ্রিদ


কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছিলো ১৭ বছর বয়সী তরুণ আর্জেন্টাইন প্লে-মেকার ফ্রাঙ্কো মাসতানতুওনোকে দলে নিচ্ছে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে গেলেন ফ্রাঙ্কো। অবশেষে তরুণ এই ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। আগামী আগস্টে বার্নাব্যুতে যোগ দেবেন তিনি।

১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাসতানতুয়োনো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্ব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন রিভার প্লেটের হয়ে।

আগেই বিভিন্ন মিডিয়ায় এসেছিল, রিয়াল মাদ্রিদ এই আর্জেন্টাইন ফুটবলাররে সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। শুধু পারিশ্রমিক কিভাবে পরিশোধ করা হবে, সেই কাঠামো এবং তার মাদ্রিদে যোগদানের তারিখ নির্ধারণটাই শুধু বাকি ছিল।

মাদ্রিদ গত দুই বছর ধরে মাসতানতুওনোকে পর্যবেক্ষণ করছিল, যদিও পিএসজিও তাকে পেতে চেয়েছিল এবং তার সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। তবে, মাসতানতুওনো নিজেই মাদ্রিদে যোগ দেওয়াকে প্রাধান্য দেন। তিনি আগামী ১৪ আগস্ট, ২০২৫-এ ১৮ বছর বয়সে পৌঁছাবেন।

তবে রিয়ালের সঙ্গে চুক্তির সময় মাসতানতুওনো রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেন, যাতে রিভার প্লেট থেকে তার বিদায় মসৃণ হয়। তিনি রিয়াল মাদ্রিদে আগামী মৌসুমের জন্য নতুন আসা তিন নম্বর ফুটবলার। এর আগে ডিন হুইজসেন এবং ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড রিয়ালে যোগ দিয়েছেন।

গত মৌসুমে কোনো বড় শিরোপা জিততে ব্যর্থ হওয়া এবং প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে চারবার পরাজিত হওয়ার পর রিয়াল মাদ্রিদ দল পুনর্গঠনে মনোযোগ দিয়েছে। নতুন কোচ জাবি আলোনসো বিশ্বাস করেন, মাসতানতুওনো তার দৃষ্টিভঙ্গি এবং সেট পিসে দক্ষতার কারণে সেরা একাদশের জন্য বেশ ভালো সম্পদ হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে। তার ব্যক্তিত্ব এবং মনোভাব নিয়েও ইতিবাচক প্রতিবেদন পাওয়া গেছে।

এ বছর আর্জেন্টিনার প্রথম বিভাগের প্রথম পর্বে মাসতানতুওনো রিভার প্লেটের হয়ে ১২ ম্যাচে ৪টি গোল করেন এবং চারটি গোলে অ্যাসিস্ট করেছেন। এরই মধ্যে আর্জেন্টিনা সিনিয়র দলের হয়েও অভিষেক হয়েছে তার। গত বৃহস্পতিবার চিলির বিপক্ষে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে খেলেছেন।

মাসতানতুওনোর এই ট্রান্সফারের জন্য রিয়াল মাদ্রিদ ৪৫ মিলিয়ন ইউরো ফি প্রদান করবে এবং তিনি ২০৩১ সাল পর্যন্ত ছয় বছরের চুক্তি স্বাক্ষর করেছেন।

আইএইচএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version