Site icon Amra Moulvibazari

আলোর পথিক সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে খাট বিতরণ ।Moulvibazar

আলোর পথিক সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে খাট বিতরণ ।Moulvibazar

আতিকুর রহমান , মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোর পথিক সমাজকল্যাণ সংস্থা (কমলগঞ্জ) এর পক্ষ থেকে একজন অসহায় দরিদ্র ও বিধবা মহিলা মোছাঃ শাহেরা বেগমকে ঘুমানোর জন্য একটি খাঠ উপহার দেওয়া হয় ।

এ সময় উপস্থিত ছিলেন আলোর পথিক সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা শাহ মোঃ মোতাহির আলী আজমী , সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, সহ-সভাপতি কাজী মিছবাহুর রহমান আজমী , রুজেল আহমদ , মোঃ জাহাঙ্গীর হোসেন , যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ হিফজুর রহমান প্রমুখ ।

বিধবা মহিলা মোছাঃ শাহেরা বেগম খাঠ পেয়ে অত্যান্ত খুশি, তিনি মহান আল্লাহর নিকট আলোর পথিকের সকল নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করেন।

Exit mobile version