Site icon Amra Moulvibazari

‘মহাভারত’ কি আমির খানের শেষ সিনেমা

‘মহাভারত’ কি আমির খানের শেষ সিনেমা


বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের সিনেমা থেকে বিরতি দেওয়ার কথা বছর খানেক আগে একবার শোনা গেছে। কিন্তু তিনি এ অঙ্গন থেকে বিদায় নেননি। এবার কি তাহলে তিনি সিনেমা থেকে বিরতি নিতে যাচ্ছেন? ‘লাল সিং চাড্ডা’র পরে আমির খান ঘোষণা করেছিলেন, তিনি অভিনয় ছেড়ে দেবেন। সিনেমাটি বক্স অফিসে মোটেই ভালো করতে পারেনি। এরপরেই ভেঙে পড়েছিলেন এ তারকা। শুধু তাই নয়, তিনি সিনেমা ছেড়ে দেবেন এমন ঘোষণাও দিয়েছিলেন।

এ ঘটনার পর দীর্ঘ একটা বিরতি নিয়েছিলেন আমির খান। তারপরে আবরও ‘সিতারে জামিন পার’ নিয়ে পর্দায় ফিরছেন এ অভিনেতা। কিন্তু তারপরে আমির খান কি আর সিনেমা করবেন না? সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির খান ঘোষণা করেছেন, ‘মহাভারত’ সিনেমায় অভিনয়ের পর আর হয়তো তার কিছুই করার থাকবে না।

এদিকে সম্প্রতি আলোচনায় এসেছে আমির খানের ব্যক্তিগত জীবন। প্রেমিকা গৌরীর সঙ্গে একত্রে থাকছেন আমির। আর এ প্রসঙ্গ ধরেই সমালোচকরা বলছেন, তাহলে কি এবার প্রেম করেই অবসর জীবন কাটাবেন আমির? তবে দীর্ঘদিন পরে পর্দায় মুক্তি পাচ্ছে ‘সিতারে জামিন পার’। ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়াল এটি। ‘তারে জামিন পার’ আমির খানকে এনে দিয়েছিল চূড়ান্ত প্রশংসা, নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন আমির। ‘সিতারে জামিন পার’র ক্ষেত্রেও যদি এমনটা ঘটে, তাহলেও কি অভিনয় ছেড়ে দেবেন আমির? সেই উত্তর অবশ্য মেলেনি। আমির জানিয়েছেন, ‘সিতারে জামিন পার’ মুক্তির পরেই তিনি আবার নতুন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করবেন।

‘তারে জামিন পার’ সিনেমায় রাম শঙ্কর নিকুম্ভ ছিলেন ভীষণ সংবেদনশীল। প্রত্যেকের মনের কথা বুঝতে, মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন একেবারে নিজের মতো করেই। কিন্তু ‘সিতারে জামিন পার’ সিনেমার তার চরিত্রটা হবে সম্পূর্ণ উল্টো।

এ প্রসঙ্গে আমির খানের ভাষ্য, ‘এই সিনেমায় আমার চরিত্রের নাম গুলশান কিন্তু তার ব্যক্তিত্ব নিকুম্ভের ঠিক বিপরীত। সে একদমই সংবেদনশীল নয়। সে খুব অভদ্র, রাজনৈতিকভাবে সঠিক নয় এবং সবাইকে অপমান করে। সে তার স্ত্রী, মার সঙ্গে ঝগড়া করে। সে একজন বাস্কেটবল কোচ এবং সে তার সিনিয়র কোচকে মারধর করে। সে একজন অনেক অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ব্যক্তি, এবং গল্পটি হলো কিভাবে সে সিনেমার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। কীভাবে এ ধরনের একটা মানুষ তাকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়, সেটা নিয়েই গল্প’। এ সিনেমায় দেখা যাবে দর্শিল সাফারি ও জেনেলিয়া ডিসুজাকে।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version