Site icon Amra Moulvibazari

তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম বহালের নির্দেশনা

তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম বহালের নির্দেশনা


গাজীপুরের কাপাসিয়ার সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম না পাল্টানোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (২ জুন) দুপুরে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, গত কয়দিন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাজউদ্দিন আহমদ কলেজের নাম পরিবর্তন বিষয়ে আমাকে ট্যাগ করে পোস্ট দিয়েছেন, যদিও এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। মন্ত্রণালয়ের কাজে ট্যুরে থাকায় এই বিষয়ে মনোযোগ দিতে পারি নাই। আজকে শিক্ষা উপদেষ্টা আবরার ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলার সুযোগ হয়। উনি স্পষ্ট বলেছেন, তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন না করার জন্য ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন। এটা প্রক্রিয়াধীন আছে।’

‘মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়’ উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা লেখেন, ‘মুক্তিযুদ্ধের নায়কদের ব্যাপারে আমাদের শ্রদ্ধাও সেই রকমই। মুক্তিযুদ্ধ এবং জুলাই কোনো বিপরীতধর্মী বিষয় না। যে গণতান্ত্রিক, জুলুমহীন, সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিলো সেটা বাস্তবায়ন হয় নাই বলেই জুলাই এসেছিলো এই বাংলাদেশে।’

‘ফলে যারা মুক্তিযুদ্ধ আর জুলাইকে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্যই হলো মুক্তিযুদ্ধের আড়াল নিয়ে ১৬ বছরের অপকর্ম ঢাকা। কিন্তু সত্য হলো এই মুক্তিযুদ্ধের চাদরে ঢাকা যাবে না গুমের শিকার শত শত পরিবারের আহাজারি, বিডিআর কার্নেজ, ব্যাংক লুট, ভোট গুম, আর হাজারে হাজার সরকারি খুন।’ যোগ করেন মোস্তফা সরয়ার ফারুকী।

শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ৬৬টিসহ মোট ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। কলেজগুলোতে মূলত সংশ্লিষ্ট এলাকার নাম রাখা হয়েছে। আবার বেশ কয়েকটি কলেজের নাম আগের নামে ফেরানো হয়েছে।

গত বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়।

উপসচিব মাহবুব আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার গত ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে ৬৮টি কলেজের নাম পরিবর্তন করা হলো।

তালিকা বিশ্লেষণে দেখা যায়, নাম পরিবর্তন করা ৬৮টি কলেজের মধ্যে ৬৬টি শেখ পরিবারের নামে ছিল। এর মধ্যে ৩৭টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ছিল। শেখ ফজিলাতুননেছা মুজিবের নাম ছিল ১৬টি কলেজে। এছাড়া শেখ হাসিনার নামে ছিল ৫টি, শেখ রাসেল এবং আব্দুর রব সেরনিয়াবতের নামে দুটি কলেজ ছিল।

শেখ হাসিনার ভাই শেখ কামাল, দাদা শেখ লুৎফর রহমান, শেখ আবু নাসের, শেখ হেলাল উদ্দীনের নামে একটি করে কলেজ ছিল। অন্যদিকে শেখ পরিবারের বাইরে বীর মুক্তিযোদ্ধা রহমত আলী ও জাতীয় চার নেতার একজন তাজউদ্দীন আহমেদের নামে থাকা দুটি কলেজের নামও পরিবর্তন করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের নাম বাদ দিয়েছে। শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শেখ মুজিবুর রহমানের নামে ১০টি, শেখ ফজিলাতুননেছা মুজিবের নামে একটি, শেখ হাসিনার নামে একটি এবং মুজিবনগর নামে একটি বিশ্ববিদ্যালয় ছিল।

নাম পরিবর্তন করা ৬৮ কলেজের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এমএমএআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version