Site icon Amra Moulvibazari

পুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়

পুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়


যাতায়াতের সুবিধা ও সময় বাঁচাতে নিজের একটি গাড়ি খুবই জরুরি। তবে গাড়ি প্রয়োজনের চেয়ে শখ পূরণের জন্যই কেনেন বেশিরভাগ মানুষ। শুরুতেই ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে না পারলে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলতে পারেন। শখ ও প্রয়োজন দুটোই মিটবে সাধ্যের মধ্যে।

যদি পুরোনো গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে কিছু বিষয় আগেই জেনে নিন। এতে পুরোনো বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেও নতুন গাড়ির মতোই সার্ভিস পাবেন। পুরোনো গাড়ি কেনার জন্য একটু মনোযোগ এবং বোধগম্যতা প্রয়োজন। যদি আপনি ভালোভাবে যাচাই না করেন তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।

দেখা যাবে যে টাকা দিয়ে পুরোনো গাড়ি কিনেছেন তার থেকে বেশি যাচ্ছে এর সার্ভিসিং কিংবা কাগজপত্র ঠিক করতে। যে টাকা দিয়ে নতুন গাড়িই হয়তো কিনতে পারতেন। পুরোনো বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে জিততে চাইলে যে ৩ বিষয় খেয়াল রাখা সবচেয়ে গুরুতবপূর্ণ জেনে নিন-

১. সার্ভিস রেকর্ড পরীক্ষা করুন
পুরোনো গাড়ি কেনার আগে অবশ্যই কিছু মৌলিক বিষয় মনে রাখবেন যা আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। সেকেন্ড-হ্যান্ড গাড়ি কেনার সময়, আপনার সর্বদা এর সার্ভিস হিস্ট্রি পরীক্ষা করে দেখা উচিত। এর সঙ্গে আপনার গাড়ির মালিক সম্পর্কেও তথ্য নেওয়া নিন। গাড়িটি কোনো দুর্ঘটনার কবলে পড়েছে কি না তাও খুঁজে বের করুন। যদি গাড়ির সার্ভিস রেকর্ড না থাকে, তাহলে সেই গাড়িটি না কেনাই ভালো।

এই তিনটি বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দিন
সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পরীক্ষা করা উচিত তা হলো এর ইঞ্জিন। কারণ ইঞ্জিনে সমস্যা হলে এটি মেরামত করতে আপনাকে আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে। তাই ইঞ্জিনের শব্দ, তেলের স্তর এবং তাপমাত্রা পরীক্ষা করুন। এতে কোনো ছিদ্র আছে কি না বা তেল লিক করে বা চুইয়ে পড়ে কি না খুঁজে বের করুন।

এছাড়া আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির সাসপেনশন এবং ব্রেক সিস্টেমও পরীক্ষা করা উচিত। কারণ যদি এই দুটি জিনিসেই সমস্যা থাকে, তাহলে পরে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে। অতএব, গাড়ি কেনার সময় এই বিষয়গুলো পরীক্ষা করুন।

ডকুমেন্ট পরীক্ষা করুন
সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে গাড়ির ডকুমেন্টগুলো ভালোভাবে পরীক্ষা করতে হবে। গাড়ির চেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে মিলিয়ে দেখুন। যদি এটি না মিলে, তাহলে গাড়িটি কিনবেন না। গাড়িটি কতজন মালিকের হাত বদল হয়েছে তাও জেনে নেওয়া জরুরি। আগে কোনো মামলা ছিল কি না, তা পরিশোধ করা হয়েছে কি না সব জেনে নিন।

সূত্র: অটোকার ইন্ডিয়া

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version