Site icon Amra Moulvibazari

বিসিএসের সিলেবাসে ‌‘গণঅভ্যুত্থান-সংস্কার’, আরও যেসব পরিবর্তন

বিসিএসের সিলেবাসে ‌‘গণঅভ্যুত্থান-সংস্কার’, আরও যেসব পরিবর্তন


বিসিএসের সিলেবাসে আমূল পরিবর্তন আনতে কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই মধ্যে ৪৮তম বিশেষ বিসিএসের সিলেবাস প্রকাশ করা হয়েছে। সেখানেও কিছু বিষয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলিতে বেশ কিছু ঘটনাপ্রবাহ যুক্ত করা হয়েছে। বাদও পড়েছে কিছু বিষয়।

সিলেবাস বিশ্লেষণে দেখা যায়, বাংলা, ইংরেজি ও গাণিতিক যুক্তি বিষয়ের সব বিষয়গুলো একই থাকলেও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে পরিবর্তন আনা হয়েছে। সেখানে নতুন করে যুক্ত হয়েছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। তাছাড়া দেশের সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার প্রস্তাবনাও সিলেবাসে রাখা হয়েছে।

পিএসসি সূত্র জানায়, যদিও এ সিলেবাস ৪৮তম বিশেষ বিসিএসের জন্য, তবুও আগামী দিনে সাধারণ বিসিএসের জন্য যে সিলেবাস হবে; তার কিছুটা এখানেও রাখা হয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণার বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক বিষয়াবলিতে বাংলাদেশের সিভিল সার্ভিসের ইতিহাস এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের সিভিল সার্ভিসের বিষয় যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ বিষয়াবলিতে যত পরিবর্তন
বিসিএসের সবশেষ সিলেবাস ও ৪৮তম বিশেষ বিসিএসের জন্য প্রকাশিত সিলেবাসের তুলনামূলক বিশ্লেষণে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে বাংলাদেশ বিষয়াবলিতে। আগের সিলেবাস বাংলাদেশ বিষয়াবলির ১ নম্বর অনুচ্ছেদে ছিল ‘বাংলাদেশের জাতীয় বিষয়াবলি’।

সেখানে ব্যাখ্যা করে বলা ছিল, ‘প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস; ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয়দফা আন্দোলন, ১৯৬৬; গণ-অভ্যুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।’

কিন্তু নতুন সিলেবাসে বিষয়গুলোর বিস্তারিত কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। ১ নম্বর অনুচ্ছেদের শিরোনাম একই থাকলেও বিস্তারিত অংশে বলা হয়েছে, ‘বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস: আধুনিক যুগ (১৭৫৭ থেকে অদ্যাবধি)।’

jagonews24

এরপর বাকি পাঁচটি অনুচ্ছেদ বা পয়েন্ট আগের মতো থাকলেও ৭ নম্বর পয়েন্টে পরিবর্তন এসেছে। সেখানে আগের সিলেবাসে ‘বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা’ শিরোনামে বিস্তারিত অংশে বলা হয়েছিল, ‘রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।’

৪৮তম বিসিএসের জন্য প্রকাশিত নতুন সিলেবাসে এ অংশটুকু আগের মতোই রাখা হয়েছে। কিন্তু সঙ্গে দুটি বিষয় যুক্ত করা হয়েছে। সেগুলো হলো—‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিককালে অত্যন্ত আলোচিত ও তাৎপর্যপূর্ণ ঘটনা। ফলে এটি বিসিএসের সিলেবাসে আসাটাকে খুবই স্বাভাবিক ও যৌক্তিক মনে করছেন পিএসসির সদস্যরা। সাংবিধানিক প্রতিষ্ঠানটির একজন সদস্য নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের অংশ না রাখাটাই অস্বাভাবিক হতো। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আজ থেকে ১৫-২০ বছর পরও বিসিএসের সিলেবাসে এটা থাকবে। ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।’

১ নম্বর পয়েন্টে ‘বাংলাদেশের জাতীয় বিষয়াবলি’ অংশে বিস্তারিত বর্ণনা বাদ দেওয়াকে কৌশল হিসেবে দেখছেন তিনি। পিএসসির ওই সদস্যের ভাষ্যমতে, ‘ইতিহাসকে তো বাদ দেওয়া যায় না। যা যা ঘটেছে, তা সবই বাংলাদেশের ইতিহাসে রয়েছে; থাকবে। আমরা এজন্য ১৭৫৭ থেকে অদ্যাবধি কথাটি উল্লেখ করেছি। কিন্তু যদি সুনির্দিষ্টভাবে ৭ মার্চের ভাষণ, কে ঘোষক, কাদের ভূমিকা কী; এ বিষয়গুলো উল্লেখ করি, তাহলে নতুন করে সমালোচনার জন্ম নেবে। সেজন্য বিষয়টি এড়িয়ে ১৭৫৭ সাল থেকে অদ্যাবধি কথার মাধ্যমে পুরো ইতিহাসকে আওতাভুক্ত করা হয়েছে।’

আন্তর্জাতিক বিষয়াবলিতে ‘সিভিল সার্ভিসের ইতিহাস’
আন্তর্জাতিক বিষয়াবলিতে এবার আগের পাঁচটি বিষয়ের সঙ্গে নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে। সেটি হলো ‘সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সিভিল সার্ভিস’। ৬ নম্বর পয়েন্টে দুই মার্কসের প্রশ্ন করার জন্য বিষয়টি যুক্ত করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে বুধবার (২১ মে) রাতে জাগো নিউজকে বলেন, ‘আমরা তিন-চারটি দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাসে সংগ্রহ করে সেগুলো নিয়ে কাজ করছি। ভবিষ্যতে তাদের সিলেবাসসহ বিভিন্ন ধরন আমরা আমাদের বিসিএসের নিয়োগ পরীক্ষা ও পদ্ধতিতে যুক্ত করতে পারি। অবশ্যই সেটি বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য হতে হবে।’

তিনি বলেন, ‘এ কারণে বিসিএসে অংশ নিতে আগ্রহীদেরও আমরা বিশ্বের বিভিন্ন দেশ; বিশেষ করে এশিয়ার দেশগুলোর সিভিল সার্ভিস সম্পর্কে পড়তে আগ্রহী করে তুলছি। যাতে তারা অন্যান্য দেশের সিভিল সার্ভিসের আইন, পদ্ধতিসহ নানা বিষয়ে ধারণা নিয়ে বাংলাদেশে সিভিল সার্ভিসে যোগ দিতে আসে। এ কারণে সিলেবাসে এ অংশটি যুক্ত করা হয়েছে।’

বিশেষ বিসিএসের এ সিলেবাসে পরবর্তীতেও বহাল থাকবে কি না, এমন প্রশ্নে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘এটি বিশেষ বিসিএসের জন্য তৈরি। এখানে বেশ কিছু বিষয় নেই। সাধারণ বিসিএসের ক্ষেত্রে হয়ত সেগুলো থাকবে। পিএসসি সিলেবাস সংস্কারের কাজ করছে। ৪৯তম বিসিএস থেকে হয়ত সেই সিলেবাসে কার্যকর হতে পারে। সেটিই হবে সাধারণ সিলেবাস।’

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version