Site icon Amra Moulvibazari

হেফাজত নেতা মুফতি জসিম উদ্দিনকে ছুরিকাঘাত | Dhaka

হেফাজত নেতা মুফতি জসিম উদ্দিনকে ছুরিকাঘাত | Dhaka

হেফাজত ইসলাম বাংলাদেশের এর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন (৫৫) রাজধানীর ঢাকার লালবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ।লালবাগের পোস্তা জামিয়া কোরানীয়া আরাবিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক ও তিনি ।

গতকাল মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি ) বিকেলে লালবাগে এ ঘটনাটি ঘটে । খবর পেয়ে মাদরাসার শিক্ষার্থী ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

বর্তমানে তিনি ঢামেকে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থা আছেন  ।হেফাজত ইসলামের সদস্য সানাউল্লাহ বলেন, মাওলানা জসিম উদ্দিনকে ধানমন্ডির বাসায় যাওয়া জন্য মাদরাসার দক্ষিণ ফটক থেকে রিকশায় করে গন্তব্য শুরু করেন । রিকশাটি কিছুদূর এগিয়ে যেতেই দু’জন মানুষ ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায় সেখান থেকে লোকটি ।

পরে মুফতি সাহেবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই আমরা । পরে পিঠের আঘাতের স্থান বেশি ক্ষত হওয়ায় সেখানে না রেখে পরে উনাকে ঢামেক হাসপাতালে আসা হয় তাকে । রক্তক্ষরণ হচ্ছে।

আহত মাওলানা জসিম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান , ঘটনাস্থলে হামলাকারীকে তিনি চিনতে পারেননি । তাকে পেছনের দিক থেকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ও জানান তিনি ।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন , অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে আহতের পিঠে । তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন ।

Exit mobile version