Site icon Amra Moulvibazari

করোনা ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ : স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ : স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে করোনার ঠিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে ছিলো এই আয়োজন।

ঠিকাদান কার্যক্রম উদ্বোধনের পর জাহিদ মালিক বলেন করোনার ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। এখন পর্যন্ত যারা ঠিকা নিয়েছে তারা সবাই সুস্থ্য রয়েছেন। কেউ আগে থেকে রেজিষ্ট্রেশন করে না থাকলে শ’ শ’ ইউনিয়ন বা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে ঠিকা নিতে পারবেন বলেও জানান জাহিদ মালিক।

কেন্দ্রে এসে কাউকে ফেরত যেতে হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন আজ আনন্দের দিন। করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেয়া হচ্ছে আর এই নিয়ে অহেতুক সমালোচনা না করা আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।

Exit mobile version