এমপি পাপুলের এক মামলায় চার বছরের সাজা হলেও – কুয়েতের আদালতে বিচারাধীন আরো দুই মামলা । এমনটাই জানালেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান । সাজার বিরুদ্ধে আগামী সপ্তাহে আপিলের প্রস্ততি নিচ্ছেনএদিকে আইনমন্ত্রী বলেছেন– এমপি পাপুল সংসদ সদস্য পদ হারাচ্ছেন কি না , রায়ের কপি হাতে পেলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন স্পিকার ।
তবে – অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে – সাংসদ থাকার যোগ্যতা হারিয়েছেন এমপি পাপুল ।
লক্ষ্মীপুর –২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল । মানব পাচার , অর্থ পাচার ও ঘুষ লেনদেনের তিন মামালার একটিতেচার বছরের কারাদণ্ডের খবর কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমের শিরোনাম । বিষয়টি এখন টক অব দ্যা কান্ট্রি । গেলো বছর কুয়েত সিআইডি‘র নথিতে উঠে আসে অন্তত ২০ হাজার মানুষকে অবৈধভাবে কুয়েতে পাচার করায় জড়িত পাপুল ।
এর মাধ্যমে হাতিয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা । এসব অভিযোগে গেল বছরের ৬ জুন রাতে কুয়েতে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ । অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন– কুয়েতে ৪ বছরের সাজার রায়ে এমপি পাপুল সংসদ সদস্য পদের বৈধতা হারিয়েছেন ।
পাপুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নে , আইনমন্ত্রী বললেন রায়ের কপি পেলেই ব্যবস্থা নেবেন স্পীকার । সাজার বিরুদ্ধে আগামী সপ্তাহে আপিলের প্রস্তুতি নিচ্ছেন পাপুলের আইনজীবী ।পাপুলকে ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয় ১৯ লাখ কুয়েতি দিনার অর্থাৎ ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা ।
কুয়েতে ক্লিনিং কোম্পানির সুপারভাইজার থেকে পাপুল হয়ে উঠেন কোম্পানির মালিক ও প্রভাবশালী এক ঠিকাদার ।