Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তিতে ফিরছে ইরান;

যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তিতে ফিরছে ইরান;

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হলো অ্যান্থনি ব্লিনকেনের। মঙ্গলবার ভোটাভোটির মাধ্যমে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

এই দিন ১০০ সিনেটরের মধ্যে তার পক্ষে ভোট দেন প্রায় ৭৮ জন।  বিপক্ষে পড়ে ২২ ভোট। ব্লিনকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগের প্রথম দিন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে আরো কাজ করবেন তিনি। গোটা বিশ্বে চল্বে আমেরিকার নেতৃত্ব।

ব্লিনকেন জানান, বাইডেন প্রশাসন ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি মার্কিন সমর্থন বন্ধ করে দিবে। এমনকি ইরানের পরমাণু চুক্তিতে ফেরার কথাও জানান তিনি।

Exit mobile version