Site icon Amra Moulvibazari

দুই ম্যাজিস্ট্র্যাটের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ!

দুই ম্যাজিস্ট্র্যাটের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ!

আদালতের নির্দেশের পরও চট্টগ্রামের ইটভাটা বন্ধ না করে শুধু জরিমানা করায় চট্টগ্রামের দুই নির্বাহী ম্যাজিস্ট্র্যাটের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষ হয়েছে।

আজ বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার আদালতে নির্বাহী ম্যাজিস্ট্র্যাট এস এম আলমগীর ও জিল্লুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি হয়।

শুনানি শেষে আগামী ৩১ জানুয়ারি এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট। বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মনজিল মোর্শেদ জানান এক রিটের প্রেক্ষিতে গত ১৪ ডিসেম্বর রুল জারি করে দুটো অন্তর্বর্তীকালীন আদেশ দেন হাইকোর্ট। সেখানে আদালত বলে সাত দিনের মধ্যে ইটভাটা বন্ধ করতে হবে এবং যে সকল ভাটায় কাঠ অ পাহাড়ের মাঠি ব্যবহার করা হয় তাদের তালিকা জমা দিতে হবে।

এ নির্দেশনা পাওয়ার পরও তারা যথাযথ দায়িত্ব পালন না করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ।

Exit mobile version