Site icon Amra Moulvibazari

এবার নয়, আগামী বছর এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন হৃদয়

এবার নয়, আগামী বছর এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন হৃদয়


মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের নীতি বর্হিভূত আচরণ ও বহিস্কারাদেশ নিয়ে কতই না পানি ঘোলা হলো। প্রথমে হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। পরে মোহামেডানের আবেদনের পরিপ্রেক্ষিতে সে শাস্তি শিথিল করে এক ম্যাচ করা হয়।

শাস্তি কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এনামুল হক মনি পদত্যাগ করেন। যে আম্পায়ারের সঙ্গে বচসা, তর্কবিতর্ক ও অসদাচরণের অপরাধে শাস্তি পেয়েছিলেন হৃদয়, সেই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তাতে বেঁকে বসেন। বিসিবির বেতনভুক্ত আম্পায়ারের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন।

কয়েকদিনের ব্যবধানে এমন সব ঘটনায় বিপাকে পড়ে বিসিবি। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সৈকতের পদত্যাগ ঠেকাতে বিসিবি সিদ্ধান্ত পাল্টে হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করার ঘোষণা দেন।

উদ্ভূত পরিস্থিতিতে আজ শুক্রবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বোর্ডের দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠুর সঙ্গে আলোচনায় বসেন প্রায় শ’খানেক ক্রিকেটার।

জাতীয় দলের সাবেক ওপেনার ও মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল বিকেলে সংবাদ সম্মেলনে হৃদয়ের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনকে ‘হাস্যকর’ আখ্যা দেওয়ায় আবার অবস্থান বদল ঘটেছে বিসিবির।

সর্বশেষ ঘোষণা, চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নয় বরং আগামী বছর এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন হৃদয়। এবারের লিগে মোহামেডানের যে দুটি ম্যাচ বাকি আছে, তার কোনোটিতেই নিষিদ্ধ থাকতে হবে না ডানহাতি ব্যাটারকে। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু শুক্রবার সন্ধ্যার পর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জাগো নিউজকে পুরো দৃশ্যপট ব্যাখ্যা করে তিনি বলেন, বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে, হৃদয়ের শাস্তি অনুযায়ী দুই ম্যাচ নিষিদ্ধের সিদ্ধান্ত ঠিক আছে। তবে বোর্ডের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, বোর্ডপ্রধান ফারুক আহমেদ ও আমরা মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি, এবার আর কোনো ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে না হৃদয়কে। সে আগামী বছর প্রিমিয়ার লিগে এক ম্যাচ নিষিদ্ধ থাকবে।

তার মানে, আগামী ২৬ এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ২৯ এপ্রিল আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক হৃদয়ের খেলা নিয়ে আর কোনো বাধা থাকলো না।

এআরবি/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version