Site icon Amra Moulvibazari

বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ৪ ফুটবলার নিহত! | Brazilian Footballer Death

বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ৪ ফুটবলার নিহত! | Brazilian Footballer Death

ব্রাজিলের চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার ফুটবলার ও সভাপতি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানটির পাইলটও নিহত হয়েছেন এই দুর্ঘটনায়।

ছোট্ট একটি বিমানে করে ক্লাবের ফুটবলাররা খেলতে যাচ্ছিল গুয়ানিয়ায়। কিন্তু তুকানথিনেস থেকে উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্তে এসে ভেঙ্গে পড়ে বিমানটি।

বিমানটি বিধ্বস্ত হয়ে ক্লাবের চার ফুটবলার, সভাপতি সহ বিমানের পাইলট নিহত হন। মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ কোপা ভেডরে’র শেষ ষোল’তে খেলার কথা ছিল পালমাসের।

Exit mobile version