Site icon Amra Moulvibazari

ঢাবিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ছাত্র পারভেজের গায়েবানা জানাজা

ঢাবিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ছাত্র পারভেজের গায়েবানা জানাজা


প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের গায়েবানা জানাজা আদায় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ঢাবির ভিসি চত্বরে এই গায়েবানা জানাজা।

গায়েবানা জানাজা শেষে ভিসি চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে ‘দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘লাল জুলাইয়ের বাংলায়, সন্ত্রাসীদের ঠায় নাই’সহ নানা স্লোগান দেয় তারা।

মিছিল শেষে বক্তব্যে বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ পারভেজের খুনকে টার্গেটেড কিলিং কি না তদন্তের আহ্বান জানায় প্রশাসনকে।

এসময় মুসাদ্দিক পারভেজ হত্যার সুষ্ঠু বিচার ও খুনিদের শাস্তি দাবি করেন। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনকে আর বিতর্কিত না করে বিলুপ্ত ঘোষণা করার আহ্বান জানান।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে লাশের রাজনীতি, খুন, হত্যা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছিলাম। অথচ ৫ আগস্টের পর সেই আগের মতই দেখা যাচ্ছে। সামান্য ঘটনা কেন্দ্র করে খুন করে ফেলা হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় মানবিক ও নৈতিক মূল্যবোধের জাগরণ দরকার বলে মনে করেন বিন ইয়ামিন। খুনিদের রাজনৈতিক শেল্টার না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্যে শেষ করেন তিনি।

এফএআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version