Site icon Amra Moulvibazari

বই পড়লে মামলার সাজা মাফ! ৪৯ শিশুকে ব্যতিক্রমী শাস্তি;

বই পড়লে মামলার সাজা মাফ! ৪৯ শিশুকে ব্যতিক্রমী শাস্তি;

নানা অপরাধে মামলা ছিল কোর্টে। হাজিরা দিতে হতো দিনের পর দিন। এমন ৪৯ জন শিশু আসামীকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। বই পড়া, গাছ রোপণ সহ ১০টি শর্তে বাবা-মায়ের জিম্মায় প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে শিশু আসামীদের। এই নিয়ে দুই মাসে এই জেলায় ৬৩ শিশুকে প্রবেশন দেয়া হলো।

নানা অপরাধে কোর্টে মামলা ছিল। দিনের পর দিন হাজিরা দিতে হতো কোর্টে। এমন শিশু অপরাধীদের অপরাধ প্রবণতা কমাতে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।

৩৫ টি মামলার ৪৯ জন শিশুকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন ট্রাইবুনালের বিচারক। বই , গাছ রোপণ, বাবা-মায়ের সেবা, ভবিষ্যতে অপরাধে না জড়ানো সহ ১০টি শর্তে প্রবেশন দিয়েছেন আদালত।

ব্যতিক্রমী সাজা হলেও মুক্ত বাতাসে থাকতে পেরে শিশু আসামীরা।

Exit mobile version