Site icon Amra Moulvibazari

নানা আয়োজনে নববর্ষকে বরণ করলো কুয়েত প্রবাসীরা

নানা আয়োজনে নববর্ষকে বরণ করলো কুয়েত প্রবাসীরা


দেশের সীমানা ছাড়িয়ে আবহমান বাংলার পহেলা বৈশাখ উদযাপন করলো কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে শুক্রবার (১৮ এপ্রিল) বিপুল উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে আয়োজিত হয় এই উৎসব। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাচ-গান আর পিঠাপুলির আয়োজন ছিল চোখে পড়ার মত।

বর্ষবরণ অনুষ্ঠানে স্টল সাজিয়ে নিজেদের তৈরি পিঠা নিয়ে বসেন নারীরা। যেখানে অংশ নেন সর্বস্তরের মানুষ। প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে আসায় দূতাবাস প্রাঙ্গণে পরিণত হয় এক খণ্ড বাংলাদেশ। বাঙালিয়ানা খাবার পরিবেশনের পাশাপাশি ফুচকা-চটপটির টক-ঝাল-মিষ্টিতে মন কেড়ে নেয় অতিথিদের।

বিদেশের মাটিতে নতুন প্রজন্মের মধ্যে বাংলা শিল্প ও সংস্কৃতির চর্চা ও টিকিয়ে রাখতে এমনটা আয়োজন বলে মন্তব্য করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি তার বক্তব্যে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করার গুরুত্ব তুলে ধরেন।

আগত অতিথিরা জানান, বাংলাদেশ দূতাবাসের এমন আয়োজনের মধ্যদিয়ে দেশটিতে বসবাসরত বাঙালিরা জানতে পারবে কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য। বাঙালির অস্তিত্বকে ফুটিয়ে তুলবে পুরো বিশ্বে। বিদেশের মাটিতে এমন আয়োজন সত্যি মনোমুগ্ধকর। ভবিষ্যতেও এটিকে অব্যাহত রাখার প্রত্যাশা তাদের।

অনুষ্ঠানে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি গৃহিণীদের বাহারি পিঠা প্রদর্শনের জন্য দূতাবাসের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

পরে সাংস্কৃতিক পর্বে প্রবাসী বাংলাদেশিদের তাদের সঙ্গীত পরিবেশন মাধ্যমে অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে। বাংলা গান ও প্রবাসীদের যৌথ নাচের মধ্য দিয়ে উপস্থিত সবাইকে আনন্দে মগ্ন করে তোলে।

এমআইএইচএস/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
Exit mobile version