Site icon
Amra Moulvibazari

৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট


আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এদিন শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।

সিলেটে যেহেতু তুলনামূলকভাবে কম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, তাই সেখানকার দর্শকদের মধ্যে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ক্রিকেট ভক্তদের সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল বৃহস্পতিবার সিলেট টেস্টের টিকিট বিক্রির সময় ও মূল্য প্রকাশ করেছে বিসিবি। এরপরই বাড়তি উদ্দিপনা দেখা গেছে সিলেটবাসীদের মাঝে।

প্রকাশিত টিকিটের মূল্য তালিকায় দেখে গেছে, ৫০ টাকা খরচা করলেই জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার লড়াই দেখা যাবে গ্যালারিতে বসে। টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শনিবার থেকেই।

বিসিবি জানিয়েছে, শনিবার সিলেট স্টেডিয়ামের কাউন্টারে সকাল ৯টা থেকেই টিকিট বিক্রি শুরু হবে। খেলা শুরুর দিন অর্থাৎ রোববার টিকিট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের সিলেটের আম্বারখানা শাখায়।

এবার ৫০ টাকার সহ ৭ ক্যাটাগরিতে টিকিট বিক্রি করবে বিসিবি। নিচে ক্যাটাগরি অনুযায়ী টিকিটের মূল্য তালিকা দেওয়া হলো।

১. গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
২. ক্লাব হাউস: ২৫০ টাকা
৩. শহীদ আবু সাইয়েদ স্ট্যান্ড: ১০০ টাকা
৪. গ্রিন হিল এলাকা: ৫০ টাকা
৫.ইস্টার্ন গ্যালারি (গেট-৩): ৫০ টাকা
৬.ইস্টার্ন গ্যালারি (গেট-২): ১৫০ টাকা
৭. শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি): ৫০ টাকা

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version