Site icon Amra Moulvibazari

ইরাকে সবচেয়ে বড় আত্মঘাতী বোমা হামলা আইএসের; নিহত ৩২ জন

ইরাকে সবচেয়ে বড় আত্মঘাতী বোমা হামলা আইএসের; নিহত ৩২ জন

ইরাকের রাজধানী বাগদাদে দু দফা আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে আইএস। শুক্রবার নিজস্ব সংবাদ মাধ্যম আমাক নিউজে এই বিবৃতি দেয় সংঘটনটি।

জঙ্গি সংঘটন আইএসের বক্তব্য, শিয়া মুসলিম গোষ্ঠী এবং নিরাপত্তা বাহিনী ছিল হামলার মূল লক্ষ। এ কারণেই ব্যস্ততম বাজারে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক আইএস সদস্য।

সবাই যখন ছুটাছুটি আর উদ্ধার তৎপরতায় ব্যস্ত তখন ঘটানো হয় দ্বিতীয় বিস্ফোরণ। তিন বছরের মধ্যে রাজধানীতে এটি সবচেয়ে বড় হামলার ঘটনা। যাতে প্রাণহানী বেড়ে দাড়িয়েছে ৩২ জনে। আহত ১১০ জন।

ডাক্তারদের দাবি হাসপাতালে চিকিৎসারত অনেকের অবস্থাই শঙ্কটাপন্ন। তাই দীর্ঘায়িত হতে পারে মৃত্যুর তালিকা। ২০১৭ সালে আইএস মুক্ত ঘোষিত হয় ইরাক। কিন্তু এখনো ইরাকের বিভিন্ন স্থানে সক্রিয় জঙ্গি সদস্যরা।

Exit mobile version