Site icon Amra Moulvibazari

সিলেটে হোটেলে ‘অসামাজিক কার্যকলাপ’, আটক-১২ । Sylhet

সিলেটে হোটেলে ‘অসামাজিক কার্যকলাপ’, আটক-১২ । Sylhet

{"source_sid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1611263064134","subsource":"done_button","uid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1611263064114","source":"other","origin":"gallery"}


সিলেট নগরীর সোনালী আবাসিক হোটেল থেকে  ‘অসামাজিক কাজ চলাকালীন সময়ে’ নারী-পুরুষসহ ১২ জনকে ঘটনাস্থল থেকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা ।

বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে এ অভিযান চলাকালীন আটক করা হয় ।ঘটনাস্থল থেকে জানা যায় , পুলিশ গোপন সংবাদ পেয়ে বুধবার (২০ জানুয়ারি) প্রায় রাত ৮ ঘটিকায় দিকে সিলেট নগরীর লালদিঘীরপাড়ের হোটেল সোনালীতে অভিযান চালিয়ে

‘অসামাজিক কাজে চলাকালীন থাকার দায়ে’ ৬ নারী ও ৬ পুরুষসহ মোট ১২ জনকে আটক করা হয় হোটেল থেকে ।

ঘটনাস্থল পরিদর্শনে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী (পিপিএম-বার) । পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ, ওসি (তদন্ত) মোহাম্মাদ ইয়াছিন এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. মোস্তাফিজুর রহমান।

Exit mobile version