Site icon Amra Moulvibazari

কাউন্টার নিয়ে দ্বন্দ্বে মহাখালীতে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি চরমে

কাউন্টার নিয়ে দ্বন্দ্বে মহাখালীতে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি চরমে


রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন বাসমালিক-শ্রমিকদের দুইটি গ্রুপ। টার্মিনালে কাউন্টার নিয়ে দ্বন্দ্বের জেরে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এতে মহাখালী এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মহাখালীসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা। মহাখালীর যানজট ছড়িয়ে পড়েছে সাতরাস্তা, বনানী ও গুলশান এলাকায়।

রোববার (১৩ এপ্রিল) রাত ১০টার দ্বন্দ্বের জেরে সড়ক অবরোধ করেন দুই পক্ষের বাসমালিক ও শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জাগো নিউজকে জানান, মহাখালী বাস টার্মিনালে কাউন্টার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন টার্মিনালের সামনের সড়ক অবরোধ করেন।

দুই পক্ষের সমঝোতার চেষ্টা করা হচ্ছে জানিয়ে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বনানী ও তেজগাঁও থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা সমঝোতার চেষ্টা করছেন। অবরোধকারীদের মূল সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছে। আশা করি দ্রুতই সমাধান হবে।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version