Site icon Amra Moulvibazari

শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন | Moulvibazar

শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন | Moulvibazar

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় খুন হয়েছেন বড় ভাই ছোট ভাইয়ের কোপে ঘটনাস্থলেই নিহত হয়েছেন । দা’সহ ছোট ভাইকে আটক করেছে করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ।এ ঘটনাটি শ্রীমঙ্গল উপজেলায় বুধবার (২০ জানুয়ারি) বিকেলে মির্জাপুর চা বাগানের ঝর্ণাটিলার দক্ষিণ লাইনে আনুমানিক ৫’টার দিকে ।

ঘটনাস্থলে গেলে জানা যায় , ছোট ভাই সঞ্জিত কৈরার স্ত্রীর কাছে বড় ভাই রঞ্জিতে স্ত্রী সাউন্ড স্পিকার নিতে চাইলে ছোট ভাইয়ের স্ত্রী দিতে রাজি অমত প্রকাশ করে । এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বড় ভাই ও ছোট ভাই কাজ থেকে ঘরে ফিরলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে । পরে ভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে কোপ দিলে সেখানেই বড় ভাইয়ের মৃত্যু ঘটে ।

ঘটনাস্থল থেকে বড় ভাইকে নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার সদর হাসপাতালে পরে কর্তব্যরত চিকিৎসক বড় ভাইকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরে খুনী সঞ্জিত কৈরাকে ঘটনায় ব্যবহৃত সরঞ্জামসহ আটক করেছে পুলিশ ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত (ওসি) জনাব আব্দুছ ছালেকের সাথে কথা বললে তিনি জানান , খুনি ছোট ভাইকে আটক করা করেছি এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করবো ।

Exit mobile version