Site icon Amra Moulvibazari

অবশেষে ভর্তি ফি কমালো শাবিপ্রবি

অবশেষে ভর্তি ফি কমালো শাবিপ্রবি


শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০২৪-২৫ সেশনে ভর্তি ফি কমিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

সভার ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ভর্তির জন্য ১৪ হাজার ৯০০টাকা পুনর্নির্ধারণ করা হয়। এর আগে, গত ৯ এপ্রিল ভর্তি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন

২০১৯-২০ সেশনের পর চারবার গুচ্ছ পদ্ধতিতে শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবছর একক পদ্ধতিতে পাঁচটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয় কর্তৃপক্ষ। গত বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের কাছ থেকে ১৮ হাজার টাকা ফি নেওয়া হয়। ২০১৯-২০ সেশনে ফি ছিল ৮ হাজার টাকা।

নাঈম আহমদ শুভ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version