Site icon Amra Moulvibazari

মুশফিকের ৭৫ রানের কাছে ম্লান অমিতের সেঞ্চুরি

মুশফিকের ৭৫ রানের কাছে ম্লান অমিতের সেঞ্চুরি


ব্যাট হাতে মুশফিকুর রহিম করলেন ৭৫ রান। আর অমিত আসান করলেন ১০৫ রান; কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী ব্যাটারের নাম মুশফিকুর রহিম। কারণ অমিত হাসানের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও অগ্রণী ব্যাংক তাদের পরাজয় ঠেকাতে পারেনি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের কাছে হারতে হয়েছে ৭৪ রানের বড় ব্যবধানে।

এ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ২য় স্থান ধরে রাখলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ১০ ম্যাচে তাওহীদ হৃদয়ের দলের পয়েন্ট ৮ জয়ে ১৬। সমান সংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী। লিগে আর মাত্র ১ রাউন্ড বাকি। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় গুলশান ক্রিকেট ক্লাব এবং ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সাভারের বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে মোহামেডান। জবাব দিতে নেমে ৪৭.২ ওভারে ২১৩ রান তুলতেই অলআউট হয়ে যায় অগ্রণী ব্যাংক।

টস জিতেছিলেন অগ্রণী ব্যাংক অধিনায়ক মার্শাল আইয়ুব। টস জিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করার আমন্ত্রণ জানান মোহামেডানকে। ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার আনিসুল ইসলামের (২) উইকেট হারায় মোহামেডান। এরপর রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে গড়েন ৬৫ রানের জুটি। ৪৯ বলে ৪৬ রান করে আউট হন রনি তালুকদার।

মাহিদুল ইসলাম অঙ্কন বরাবরের মতোই ব্যাট হাতে ছিলেন ধারালো। ৮৩ বলে ৬৪ রান করেন তিনি। অধিনায়ক তাওহীদ হৃদয় করেন ৪২ রান। তবে সবচেয়ে বিধ্বংসী ছিলেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করে ৫৭ বলে তিনি করেন ৭৫ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ১৬, মেহেদী হাসান মিরাজ ১৮ এবং সাইফউদ্দিন ১২ রান করলে মোহামেডানের স্কোর দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান। আরিফ আহমেদে নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে অমিত হাসান ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি মোহামেডানের বোলারদের সামনে। দুই ওপেনার ইমরানুজ্জামান শূন্য, সাদমান ইসলাম করেন ৫ রান। চার নম্বরে নামা প্রিতম কুমার করেন ২ রান। মার্শাল আইয়ুব করেন ৩৭ রান। মূলত মার্শালের সঙ্গে জুটি বেধেই সেঞ্চুরিটা করেন অমিত হাসান।

তাইবুর রহমান করেন ১৪ রান। শহিদুল ইসলাম করেন ১৬ রান। ৯ নম্বর ব্যাটার হিসেবে আউট হন অমিত হাসান। ততক্ষণে তার নামের পাশে শোভা পাচ্ছিল ১০৫ রান। অগ্রণী ব্যাংক ৪৭.২ ওভারে অলআউট হয় ২১৩ রানে।

মোহামেডানের হয়ে ৩টি করে উইকেট নেন এবাদত হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও তাইজুল ইসলাম।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version