স্পেনের মাদ্রিদে একটি ভবনে বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। বুধবারের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদ্রিদের মেয়র জানান, গ্যাসের লাইন ছিদ্র হয়ে আবাসিক ভবনে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ধাক্কায় ভবনটির একটি অংশ ধসে পড়ে। আগুনও ধরে যায় ভবনটিতে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরপরই আশেপাশের বেশ কয়েকটি ভবন থেকে সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের।
বিদ্বস্ত ভবনটি গির্জার পুরোহিতদের আবাসস্থল এবং গৃহহীনদের খাবার দেয়ার কাজে ব্যবহৃত হতো।
আরো পড়ুনঃ
- ফিরে এলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা! কোথায় ছিলেন তিনি ? | Jack MA
- ভুয়া এনআইডি ও সার্টিফিকেট জালিয়াতি করে যুব উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট;
- স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া ঘাতক বাসচালক গ্রেফতার | Accident
- ‘ আমিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট , যিনি নতুন কোনো যুদ্ধে জড়াননি ‘। Trump Last Speech