Site icon Amra Moulvibazari

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠলো স্পেনের মাদ্রিদ! বহু হতাহতের শঙ্কা

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠলো স্পেনের মাদ্রিদ! বহু হতাহতের শঙ্কা

স্পেনের মাদ্রিদে একটি ভবনে বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। বুধবারের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মাদ্রিদের মেয়র জানান, গ্যাসের লাইন ছিদ্র হয়ে আবাসিক ভবনে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ধাক্কায় ভবনটির একটি অংশ ধসে পড়ে। আগুনও ধরে যায় ভবনটিতে।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরপরই আশেপাশের বেশ কয়েকটি ভবন থেকে সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের।

বিদ্বস্ত ভবনটি গির্জার পুরোহিতদের আবাসস্থল এবং গৃহহীনদের খাবার দেয়ার কাজে ব্যবহৃত হতো।


আরো পড়ুনঃ

Exit mobile version