Site icon Amra Moulvibazari

কক্সবাজারের ১২ পয়েন্টে ৫০৯৮ কাছিমের বাচ্চা অবমুক্ত

কক্সবাজারের ১২ পয়েন্টে ৫০৯৮ কাছিমের বাচ্চা অবমুক্ত


কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ পয়েন্টে পাঁচ হাজার ৯৮টি কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে সর্বশেষ ৫৫০টি কাছিম বাচ্চা সাগরে ছাড়া হয়েছে।

নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আব্দুল কাইয়ুম বলেন, চলতি মৌসুমে কক্সবাজারে বিভিন্ন এলাকার ১২টি পয়েন্ট থেকে ২৬ হাজার ৯০০ ডিম সংগ্রহ করা হয়। এরমধ্য থেকে পাঁচ হাজার ৯৮ বাচ্চা অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) গত চার বছরে ৪১ হাজার ৪৮০টি ডিম সংগ্রহ করে। যা থেকে ৮৫ শতাংশ বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version