Site icon Amra Moulvibazari

৮০ বছর বয়সী অভিনেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

৮০ বছর বয়সী অভিনেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ


‘স্কুইড গেম’ খ্যাত ৮০ বছর বয়সী কোরিয়ান অভিনেতা ও ইয়েওং সুয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ফলে তাকে এক বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালে এক নারীকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ, একবার নয়। দুটি অনুষ্ঠানে সেই নারীকে হয়রানি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। যদিও তিনি নিজে এই অভিযোগ স্বীকার করেননি।

প্রায় পঞ্চাশ বছর ধরে নাটকের মঞ্চে ও ছবির পর্দায় একের পর এক আলোচিত কাজ করেছেন ও ইয়েওং সু। তাই এই ঘটনা প্রকাশ্যে আসায় হতবাক হয়েছেন তার অনুরাগীরা। যদিও ঘটনার বেশ কয়েক বছর এ অভিযোগ প্রকাশ্যে আসায় অনুরাগীদের কেউ কেউ প্রশ্নও তুলেছেন।

অভিযোগকারিণীর আইনজীবী গত ৩ এপ্রিল আদালতে জানিয়েছেন, নিজের নাটকের দলেরই এক নতুন অভিনেত্রীকে যৌন হয়রানি করেছেন তিনি। তাই প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন সেই নারী। তার দৈনন্দিন জীবনও অতিষ্ঠ হয়ে উঠেছিল।

এর মাঝেই একটি বেফাঁস মন্তব্য করেছেন ও ইয়েওং সু। তিনি বলেছেন, ‘আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি।’ তিনি অভিযোগ অস্বীকার করলেও বলেছেন, ‘আমার কথা ও কাজ যদি ভুলই হয়ে থাকে, আমি তা মেনে নেব। তবে আমি বিশ্বাস করি না, আমি এমন কিছু করেছি যাকে হয়রানি বলা যায়। ৮০ বছর বয়সে এসে আমি ভেঙে পড়েছি। আমি এখন শুধু ঘরে ফিরতে চাই।’

আরও পড়ুন:

কোরিয়ান‘স্কুইড গেম’ সিরিজটি বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই সিরিজের প্রথম সিজনে ‘নম্বর ০০১’-এর চরিত্রে অভিনয় করেছিলেন ও ইয়েওং সু।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version