Site icon Amra Moulvibazari

ভুয়া এনআইডি ও সার্টিফিকেট জালিয়াতি করে যুব উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট;

ভুয়া এনআইডি ও সার্টিফিকেট জালিয়াতি করে যুব উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট;

রংপুর ও গাইবান্ধায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তিন সদস্যের কমিটিকে রংপুর ও গাইবান্ধায় গিয়ে সরেজমিনে তদন্ত করে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন ৩৬০° তে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

অনুসন্ধানে উঠে আসে রংপুর ও গাইবান্ধায় সুবিধাভোগীর তালিকায় ব্যপক অনিয়ম রয়েছে। অসংখ্য জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয়া হয়েছে কর্মসূচির কোটি কোটি টাকা।


আরো পড়ুনঃ

Exit mobile version