Site icon Amra Moulvibazari

স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া ঘাতক বাসচালক গ্রেফতার | Accident

স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া ঘাতক বাসচালক গ্রেফতার | Accident

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত আকাশ-মিতু দম্পতির ঘাতক বাস চালক তসিকুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি।

গতরাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে তসিকুল।

দুর্ঘটনায় নিহত আকাশ ইকবাল পদ্মা সেত প্রকল্প ও তার স্ত্রী মায়া হাজারীকা মিতু হোটেল লেক ক্যাসেলে কর্মরত ছিলেন। তাদের ঘরে আছে তিন বছরের একমাত্র সন্তান আফরান।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাবার পথে রাজধানী বিমানবন্দর সড়কে আজমেরী পরিবহনের এক্টি বাস চাপা দেয় তাদের। ঘটনাস্থলে মারা যান দুজন।

Exit mobile version