Site icon Amra Moulvibazari

আওয়ামীলীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ-কমিটিতে অভিনেত্রী তানভিন সুইটি!

আওয়ামীলীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ-কমিটিতে অভিনেত্রী তানভিন সুইটি!

প্রথমবারের মতো ক্ষমতাসীন আওয়ামীলীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ-কমিটিতে জায়গা পেলেন অভিনেত্রী তানভিন সুইটি। কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

১৭ই জানুয়ারি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পঞ্চাশ সদস্যের উপ-কমিটির অনুমোদন দেন। তবে কমিটির তালিকা প্রকাশ পায় ১৯ জানুয়ারি।

দলের সদস্যে মনোনীত করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফ্রুজ চুমকি’কে।

সুইটি জানান, গ্রামের বাড়ি গোপালগঞ্জে হওয়ার সুবাদে পারিবারিকভাবে তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত দীর্ঘদিন। এছাড়া আওয়ামীলীগের স্বয়ংক্রিয় কর্মী হিসেবে তিনি নিয়মিত দলটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন বলেও জানান।

Exit mobile version